নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দির উপজেলার সবচেয়ে পুরানো ব্যবসা কেন্দ্র বহরপুর বাজারে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে অন্তত ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। একটি মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।
বহরপুর বাজার ব্যবসায়ীরা জানান, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের জেলার ঐতিহ্যবাহী বহরপুর বাজারে শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় মুদিখানা ব্যবসায়ী শ্যামল কুমার মোদকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী আশরাফুল হোসেন লুলুর পোশাকের দোকান, তারেক বিশ্বাসের খাবারের হোটেল, আফজাল হোসেনের আলুর আড়ত ঘর, সাইদুল মোল্লার কাঁচা তরিতরকারির আড়ত, মজিদ মণ্ডলের মুদিখানা দোকান ও কাঁচা মালের আড়ত ঘর, কালু শেখের মাছের আড়ত ঘর, আবুল কালাম আজাদের মুদিখানা দোকান, সেলিম বিশ্বাসের সাইকেল পার্টসের দোকান, সুশান্ত শিকদারের খাবার হোটেল, পলাশ শেখের কাঁচামালের আড়ত ঘর পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। স্থানীয় লোকজনের চেস্টার সাথে যোগ দেয় বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের দুটি ইউটিনের কর্মীরা। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভানো গেলেও ততক্ষণে এসব ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভষ্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মুদিখানা দোকানী মজিদ মণ্ডল, আবুল কালাম আজাদ সহ ক্ষতিগ্রস্তরা জানান, শুক্রবার শবে বরাতের রাত হওয়ায় অধিকাংশ ব্যবসায়ীরা আগে ভাগে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত ৮টার দিকে জানতে পারি শ্যামল কুমার মোদকের মুদিখানা দোকান থেকে আগুন লাগছে। বাজারে উপস্থিত লোকজন তাৎক্ষনিক চেষ্টা করতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল আসলেও প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নেভায়। ততক্ষেণ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রাথমিকভাবে ৬০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন। এরমধ্যে আবুল কালাম আজাদের গোডাউলে প্রায় ৪০ লাখ টাকার মতো বিভিন্ন ধরনের মালামাল ছিল এবং ক্যাশবাক্সে নগদ প্রায় ৯৬ হাজার টাকা ছিল। এরমধ্যে ২০ লাখ টাকার মতো মালামাল উদ্ধার করতে পারলেও বাকিটা পুড়ে যায়।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ সৈয়দ শরাফ আলী তুহিন জানান, খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিস ষ্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে তাৎক্ষনিকভাবে কাজ শুরু করে। প্রায় এক ঘন্টার মধ্যে সমস্ত আগুন নেভাতে সক্ষম হন তারা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে ৩০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।