Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৭ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

বালিয়াকান্দিতে মাটি কাটা কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুকুরের চালার মাটি কাটাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছে। তাদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের পাল পাড়ায় এ ঘটনা ঘটে।

বালিয়াকান্দি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেতুলিয়া পাল পাড়া গ্রামের মৃত সুবোধ পালের ছেলে সুশিল পাল বাড়ির পুকুরের চালার মাটি বিক্রি করেন পাশের বহরপুর দরিপাড়া গ্রামের জনৈক জুয়েল শেখ এর কাছে। সুশিল পালের ভাই সুশান্ত পাল বিক্রি করেন তেতুলিয়া গ্রামের সোহাগ মিয়ার কাছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জুয়েল শেখ স্কেভেটর সহ ১২জন লোক নিয়ে মাটি কাটতে পাল পাড়ায় আসেন। এমনটি দেখে মাটি কাটায় বাধা প্রদান করেন আরেক ক্রেতা সোহাগ মিয়া ও তার লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজনা দেখা দিলে রক্তক্ষয়ী সঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের অন্তত ১৫জন গুরুতর আহত হন। এদের মধ্যে ১২জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যান্যদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা সৌরভ শিকদার বলেন, দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত একে একে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে থাকে। এর মধ্যে সোহাগ শেখ (৪০), ইয়ারুল শেখ (৩৫), শিমুল শেখ (৩৫), কাশেদ শেখ (২৬), নুরু প্রামানিক (৪০), মাহাফুজ প্রামানিক (১৫), মামুন শেখ (২১), লালন প্রামানিক (৩৫), কামাল মিয়া (৩৭), আব্দুর রাজ্জাক (৫১), রায়হান শেখ (৩৮) ও আলি মনসুর (৫০)। প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে সরেজমিন পরিস্থিতি দেখতে শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শরীফ আল রাজীব। বালিয়াকান্দি থানায় অবস্থানকালে সন্ধ্যা ৭টায় তিনি বলেন, দ্ইু ভাইয়ের মাটি বিক্রি নিয়ে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের তৎপরতায় পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

রাজবাড়ীতে পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ১২ হাজার টাকা

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু

পদ্মা নদীর ভাঙনে দৌলতদিয়ার সবকটি ফেরি ঘাট ঝুঁকিতে

রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন