নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাজার রেলওয়ে ষ্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং এলাকায় দ্রুতগামি ট্রেনের আঘাতে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী দ্রুতগতি সম্পন্ন মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনের আঘাতে ওই নারীর মৃত্যু হয়।
বসন্তপুর বাজার রেলওয়ে ষ্টেশন লেভেল ক্রসিংয়ের গেট কিপার রেজাউল হাওলাদার জানান, শনিবার সন্ধ্যার পর স্থানীয় লোকজন অজ্ঞাত বয়ষ্ক ওই নারীকে রেললাইনের পাশ দিয়ে হাঁটতে দেখেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী দ্রুতগতির মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনের আঘাতে ছিটকে রেললাইন থেকে পাশে ঝোপে পড়েন। এসময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে তিনি রাস্তায় ঘুরে বেড়ানো মানসিক বিকারগ্রস্ত বা পাগল মহিলা।
এর আগে গত ৬ জানুয়ারি সকালে বসন্তপুর রেলওয়ে ষ্টেশনের সামনে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশি কাঁথা ট্রেনে কাটা পড়া অজ্ঞাত আরেক নারীর (৬৫) মৃত্যু হয়। পরে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। পরিচয় শনাক্ত না হওয়ায় ওই লাশ আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম রাত দশটার দিকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনটি রাত সাড়ে ৭টার দিকে বসন্তপুর রেলওয়ে ষ্টেশন পার হচ্ছিল। এ সময় রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির ট্রেনের সাথে অজ্ঞাত বয়স্ক এক নারীর ধাক্কা লাগে। এতে রেললাইন থেকে ছিটকে দূরে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাত সাড়ে ৮টার দিকে আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।