Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ভিন্ন স্বাদের খবর

জন্ম নিবন্ধন বঞ্চিত দৌলতদিয়া যৌনপল্লীর ২২২ জন মা-শিশু, দুই মাসের মধ্যে সমাধানের নির্দেশ

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ দেশের সর্ববৃহৎ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া যৌনপল্লির ২২২ জন মা ও শিশু জন্ম নিবন্ধন বঞ্চিত হয়ে রয়েছেন। এতে করে পল্লির মায়েরা ভোটার তালিকাভুক্ত হতে পারছেন না এবং তাঁদের শিশুরাও স্কুলে ভর্তি হতে পারছেন না। ভোটার তালিকাভুক্ত হতে না পেরে ওই সকল নারীরা নানা ধরনের রাষ্ট্রীয় এবং সামাজিক সুযোগ সুবিধা হতে বঞ্চিত রয়েছেন। অনিশ্চয়তায় রয়েছে শিশুদের শিক্ষা জীবন। বাবা-মায়ের ভোটার আইডি কার্ড ও তাদের সঠিক পরিচয় না থাকা সহ নানা ধরনের সরকারী আইনী জটিলতার কারনে এ সমস্যার সৃষ্টি হচ্ছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে যৌনপল্লীর মা ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কর্মরত বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) রাজবাড়ী শহরস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এ বিষয়টি তুলে ধরা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্হানীয় সরকার মন্ত্রণালয়ের (পরিকল্পনা অধি শাখা) যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।

সভায় উপস্থিত যৌনপল্লির এক মা বলেন, আমার একটি বাচ্চা রয়েছে। আমি জানি তার বাবা আছেন। কিন্তু তিনি তাঁর পরিচয়ে জন্মনিবন্ধন করতে ইচ্ছুক নন। তাহলে আমার সন্তানের জন্মনিবন্ধন কিভাবে করবো। এমন অনেক মা আছেন যাদের সন্তানরা বাবার পরিচয় দিতে না পারায় জন্মনিবন্ধনে সমস্যা হচ্ছে। জন্মনিবন্ধন করতে না পারায় নাগরিক কোন সুবিধাই পাচ্ছেন না। আবার আমার জন্মনিবন্ধন না থাকায় সরকারি কোন কাজ করতে পারছিনা। আমার মতো আরো অনেকে এ ধরনের সমস্যা নিয়ে প্রতিনিয়ত ভুগছেন। আমরা অতি সত্ত্বর এ সমস্যার সমাধান চাই।

কেকেএস এর সংশ্লিস্ট প্রকল্প কর্মকর্তা মো. শাহাদত হোসেন তাঁর বক্তব্যে দৌলতদিয়া যৌনপল্লির ২১৩জন মা এবং ৯জন শিশুর জন্মনিবন্ধন না থাকায় নানা ধরনের সমস্যার কথা তুলে ধরে মূল প্রতিপাদ্য বিষয় উত্থাপন করেন। সেই সাথে যৌনপল্লির মা ও তাঁদের সন্তানদের জন্মনিবন্ধন নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে করনীয় নিয়ে উত্থাপন করেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মেনামুল হাসান মিন্টু।

এ সময় সেমিনারের প্রধান অতিথি যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে জন্ম নেওয়া প্রতিটি শিশুর নিকট জন্ম নিবন্ধন তার রাষ্ট্রীয় অধিকার। তেমনিভাবে ভোটার তালিকাভুক্ত হওয়াও প্রতিটি শ্রেনী-পেশার মানুষের রাস্ট্রীয় অধিকার। সকলকে এ অধিকার বুঝিয়ে দেওয়া রাস্ট্রের দায়িত্ব। এ ক্ষেত্রে অতি জরুরি তথ্য পুরনে কোন মা-শিশু অসমর্থ্য হলে কেকেএস তার সমর্থনে তদন্ত করে প্রত্যয়ন দেবে। সেই প্রত্যয়নের আলোকে জন্ম নিবন্ধন কাজ করা যাবে।কাউকেই কোন তথ্যের জন্য নিবন্ধের বাইরে রাখা যাবে না। তবে কোন রোহিঙ্গা যেন এ তালিকায় কোনভাবে ঢুকে যেতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি সকল সীমাবদ্ধতা কাটিয়ে আগামী দুই মাসের মধ্যে যৌনপল্লীর নিবন্ধন বঞ্চিত সকল মা ও শিশুর জন্ম নিবন্ধন সম্পন্ন করতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল সরকারী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। এক্ষেত্রে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও সার্বিক সহযোগিতা করতেও নির্দেশনা প্রদান করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন গোয়ালন্দের ইউএনও মোঃ নাহিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোহাম্মদ ফেরদৌস, জেলা প্রশাসক কর্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ, কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সহকারী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন, দাতা সংস্হা দি ফ্রিডম ফান্ড এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ খালেদা আক্তার শান্তা, প্রোগ্রাম এ্যাডভাইজার সুমনা চৌধুরী, কেকেএস এর প্রকল্প কর্মকর্তা শাহাদত হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মেনামুল হাসান মিন্টু, সাংবাদিক শেখ রাজীব প্রমূখ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা