নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি মেলা বৃহস্পতিবার শেষ হয়েছে। রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত কন্দাল ফসলের বিভিন্ন কলা কৌশল ও প্রদর্শনীর ওপর কৃষি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় মোট ১০টি স্টলে এসব প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক। এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম। ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএনও মারিয়া হক। এছাড়া বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মো. জনি খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত জামিল প্রমূখ।