Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

রাজবাড়ী মেইল ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে সরবাহ করা পেঁয়াজবীজ (পেঁয়াজ দানা) রাজবাড়ী জেলার চার হাজার কৃষকের মাঝে বিতরণ করা হয়। সরকারিভাবে বিনামূল্যে প্রণোদনার তিন প্রকার বীজ ১১ থেকে ১৫ নম্বের পর্যন্ত বপনের পরও জেলার অধিকাংশ স্থানে গজায়নি। কৃষকের স্বপ্নভঙ্গ হয়ে মাথায় হাত বসেছে। বীজ সঙ্কটে অনেক জমি পতিত পড়ে থাকায় কৃষকদের ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্তরা পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে বুধবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা কৃষক সমিতির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সার ও বীজ মনিটরিং সভায় বিএডিসির এমন কর্মকা-কে দায়িত্বহীন বলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অধিকাংশ বক্তা। জেলা প্রশাসকের নির্দেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ীর উপপরিচালককে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পেঁয়াজ উৎপাদনে সারা দেশের মধ্যে তৃতীয় এবং দেশের উৎপাদিত পেঁয়াজের প্রায় ১৪ শতাংশ জোগান আসে রাজবাড়ী থেকে। ২০২৪-২৫ অর্থ বছরে জেলার পাঁচ উপজেলায় রবি ফসলের প্রণোদনা হিসেবে বিএডিসি থেকে সরবরাহকৃত পেঁয়াজবীজ বিনামূল্যে বিতরণ করা হয়। এরমধ্যে ১৩ নভেম্বর রাজবাড়ী সদর উপজেলায় ৮০০জন, ১১ নভেম্বর পাংশায় এক হাজার, ১৫ নভেম্বর কালুখালীতে ৮০০জন, ১৩ নভেম্বর বালিয়াকান্দিতে এক হাজার এবং ১৪ নভেম্বর গোয়ালন্দ উপজেলায় ৪০০ জন কৃষককে এক কেজি করে পেঁয়াজ দানা ও ২০ কেজি করে সার দেয়া হয়। বীজ বাবদ বিএডিসিকে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা পরিশোধ করতে হয় কৃষি বিভাগকে। জেলায় প্রায় ৩২ হাজার হেক্টর জমিতে প্রায় ৫ হাজার ৭৯৩ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু অঙ্কুরোদ্গম না হওয়ায় ৭ থেকে ৮ হাজার হেক্টর জমির পেঁয়াজ আবাদ কম হওয়ার আশঙ্কা রয়েছে। এতে সম্ভাব্য প্রায় ৩২ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হিসেবে চিহিৃত করা হয়েছে।
সদর উপজেলার বরাট ইউপির কাঁচরন্দ গ্রামের কৃষক সাঈদ মন্ডল বলেন, বীজ মাটিতে পরার ৭ থেকে ১০দিনের মধ্যে গজায়। অথচ এ বীজ ১৪-১৫ দিনেও গজায়নি। আমি এক কেজির সাথে ৪ হাজার টাকা কেজি দরে স্থানীয়ভাবে তিন কৃষকের থেকে কিনে নেই। এত টাকার কেনা বীজের সাথে জমি নষ্ট করলাম। এই বীজ থেকে ৭-৮ বিঘা জমিতে চারা রোপন করতে পারতাম। এখন নতুন করে ফরিদপুর পর্যন্ত যোগাযোগ করেছি কিন্তু কোথাও বীজ পাচ্ছিনা। অন্য কোম্পানীর বীজ এনে আমি আরো চাষ করেছি সেগুলো অনেক ভালো হয়েছে। অথচ ওই চার কেজি বীজ থেকে চারা গজালে কমপক্ষে ৭-৮ বিঘা জমিতে চাষাবাদ করতে পারতাম।

ফরিদ মন্ডল নামের আরেক কৃষক বলেন, সরকারিভাবে পাওয়া বীজ থেকে আমি দুই বিঘা জমি পতিত রেখেছিলাম। এখন একটিও চারা না গজাতে কিছু করতে পারছিনা। হালি চারা লাগাতে না পারায় পতিত পড়ে আছে। আমি একজন গরিব কৃষক, সরকারিভাবে ক্ষতিপূরণ দিলে কিছু করতে পারতাম। যে কৃষক এসব বীজ বপন করেছেন সেই ধরা খেয়েছে। অথচ গ্রাম থেকে সংগ্রহ করা বীজ ৯০ থেকে ৯৫ ভাগ চারা গজায়ছে।

রাজবাড়ীর দায়িত্বপ্রাপ্ত বিএডিসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (বীজ বিপণন) নিপুণ কুমার নন্দী বলেন, চার হাজার কৃষকের মধ্যে ৫০০ জনকে বারি-১, এক হাজার কৃষককে বারি-৪ এবং ২৫০০ কৃষককে তাহেরপুরি জাতের প্রণোদনার বীজ দেয়া হয়। বারি-১ জাতের কোন অভিযোগ পায়নি। তাহেরপুরি প্রায় ৫০ শতাংশ এবং বারি-৪ জাতের বীজ বেশিরভাগ গজায়নি বলে অভিযোগ রয়েছে। আমাদের দায়িত্ব হলো বীজ আসা মাত্র বিতরণ করা। বীজের মান সর্ম্পকে ধারণা নেই বা বলতেও পারবনা। যেভাবে অভিযোগ করা হচ্ছে ক্ষতির পরিমান এমন নয়। বিএডিসির ঢাকা থেকে পৃথক তদন্ত কমিটি এলাকায় কাজ করেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, কৃষকদের এমন অভিযোগের প্রেক্ষিতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালককে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিকভাবে চার হাজার কৃষকের মধ্যে ৩ হাজার ৭২৫ জনের মতো ক্ষতির তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির যে চিত্র পাওয়া গেছে মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে। এ বিষয়ে বুধবার কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিএডিসির চেয়ারম্যানসহ উচ্চ পর্যায়ের ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সভায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অতি সত্ত্বর পুনরায় বীজ প্রদানের সিদ্ধান্ত হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ