ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সরকারিভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক সরবরাহকৃত পেঁয়াজ বীজ(পেঁয়াজ দানা) বপন করে চারা না গজানোয় ক্ষতিগ্রস্ত কৃষকের পূনর্বাসনের দাবিতে বুধবার মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার ব্যানারে বুধবার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বুধবার সকালে জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার ব্যানারে সংগঠনের সভাপতি ছলেমান আলী দলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি জ্যোতি শঙ্কর ঝন্টু, জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, বাংলাদেশ কৃষক সমিতি জেলা কমিটির উপদেষ্টা আব্দুস সামাদ মিয়া, জাতীয় কৃষক সমিতি জেলা শাখার সহসভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, রাজবাড়ী সদর উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি এ্যাডভোকেট আরব আলী, জাতীয় কৃষক সমিতি পৌর শাখার সভাপতি আব্দুল বারেক মোল্লা প্রমূখ।
জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকারের সঞ্চালনায় এসময় জাতীয় কৃষক সমিতি জেলা শাখা, সদর উপজেলা এবং পৌর শাখার নেতৃবৃন্দ ও সাধারণ কৃষক উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সরকারিভাবে প্রণোদনায় জেলার ৪ হাজার কৃষককে এক কেজি করে মোট ৪ হাজার কেজি পেঁয়াজ বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। ১৫ থেকে ২০ দিন হলেও এসব বীজ থেকে কোন অঙ্কুরোদগম (চারা গজায়নি) হয়নি। ফলে এই চার হাজার কৃষকই চরম ক্ষতির মুখে পড়েন। এ ছাড়া বীজতলা নষ্ট হয়ে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় ফের বীজতলা তৈরীতেও দেখা দিয়েছে নানা সমস্যা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা না করা হলে চরম ক্ষতির মূখে পরবে এসব চাষি। তাই অতি দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন করা বা আর্থিক সহায়তা দেয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়।
রাজবাড়ীর দায়িত্বপ্রাপ্ত বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক (বীজ বিপণন) নিপুণ কুমার নন্দী বলেন, ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় চার হাজার কৃষককে প্রণোদনা হিসেবে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়। এক্ষেত্রে ৫০০ কৃষকের মাঝে বারি-১, এক হাজার কৃষককে বারি-৪ এবং ২৫০০ কৃষককে তাহেরপুরি জাতের বীজ দেওয়া হয়। এরমধ্যে বারি-১ জাতের কোন অভিযোগ পাওয়া যায়নি। তাহেরপুরি বীজের ক্ষেত্রে প্রায় ৫০ শতাংশ বীজ গজায়নি এবং বারি-৪ জাতের বীজ বেশিরভাগ গজায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। তবে যেভাবে অভিযোগ করা হচ্ছে ক্ষতির পরিমান এমনটা নয়। এ নিয়ে বিএডিসির ঢাকা থেকে পৃথক তদন্ত কমিটি গঠিত হয়ে এলাকায় তদন্তকাজ শুরু করেছে। এক্ষেত্রে আজই (বুধবার) প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।