Oplus_131072
মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আহমেদ তিথি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ কাদের শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।
সভায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।