• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২১ নভেম্বর, ২০২৪

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভায় কোন গ্রুপিং থাকবেনা- রাজবাড়ীতে আব্দুল মোনায়েম

অনলাইন ডেস্ক
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 5843; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 356.696; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 5843; AI_Scene: (-1, -1); aec_lux: 356.696; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ইমরান মনিম, রাজবাড়ীঃ আপনারা কিন্তু স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন।আপনারা মনে করছেন দল ক্ষমতায়, আমরা কিন্তু ওই অবস্থানে নাই।আমাদের কিন্তু আন্দোলন এখনো শেষ হয়নাই। আপনারা বুঝতে পারতেছেনা না কিন্তু। রাজবাড়ীর বিএনপিতে কোন ভাই ভাই গ্রুপিং থাকবেনা।সবাইকে একীভূত করা হবে।

রাজবাড়ীতে জেলা ভিত্তিক যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রিয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এ কথা বলেন। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে দলকে শক্তিশালী করতে হলে, নির্বাচনে বিজয়ী হতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে।

আপনারা মনে করবেন না বিএনপি ক্ষমতায় এসে গেছে। আপনাদের আগামীতে মাঠে থেকে কাজ করতে হবে।দলের বাইরে কোন কাজ করবেন না। তিনি তারেক জিয়ার কথা উল্লেখ করে বলেন, তারেক জিয়া বলেছেন ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মনকে জয় করতে হবে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এক হয়ে আবারো মাঠে থেকে কাজ করতে হবে, বিএনপিকে বিজয়ী করতে হলে। আবারো আন্দোলনের জন্য প্রস্তুত হন। আন্দোলন করে সফল হতে হবে। এখনো আমাদের আন্দোলন শেষ হয়নাই। এখন থেকে কোন ভাইয়ের নামে স্লোগান দিবেন না। স্লোগান হবে শহীদ প্রিসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক জিয়ার নামে।

এসময়, সাবেক আওয়ামীলীগের দুই এমপি মন্ত্রী কাজী কেরামত আলী ও জিল্লুল হাকিমকে অবলম্বে গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে অনুরোধ জানান। “সাম্য মানবিক সমাজ বলেন নির্মানে দিকনির্দেশনামূলক” জেলা ভিত্তিক যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে রাজবাড়ী জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এ যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

এসময় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, কেন্দ্রিয় ছাত্রদলের সাধারন সম্পাদক নাসিরুদ্দিন নাসির, কেন্দ্রীয় নেতা, আমান উল্লা আমান, বিল্লাল হোসেন তারেক, রাজবাড়ী জেলা যুবদলের সভাপতি খায়রুল আনাম বকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান প্রমূখ।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর