Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৭ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি

গোয়ালন্দে হাবিব ম্যানসনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল সোনালী ব্যাংক

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ জুন ২০২৫, ৯:৪৯ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ ও মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে অবস্থিত হাবিব ম্যানসনের নিচ তলায় অবস্থিত ‘জমজম ফ্যাশন এন্ড টেইলাসর্’ নামক পোশাকের দোকানে আগুন লেগে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে দ্বিতীয় তলায় অবস্থিত সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখা। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে।

তিনতলা ভবনের দ্বিতীয় তলার দুই ইউনিটে অবস্থিত সোনালী ব্যাংক গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স শাখা ১৫ মিনেট কার্যক্রম বন্ধ ছিল। সকাল সোয়া দশটা থেকে ব্যাংক কার্যক্রম স্বাভাবিক হয়। দ্বিতীয় তলার অপর দুই ইউনিট এবং তৃতীয় তলা চার ইউনিটে আবাসিক বাসা রয়েছে। এসময় ভবনের বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ‘জমজম ফ্যাশন এন্ড টেইলার্স থেকে ধোঁয়া সঙ্গে আগুনের কু-লি বের হতে দেখে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মো. নিজামের বোন সুফিয়া আক্তার মনি। গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দিলে সোয়া ৯টা থেকে আগুন নেভানোর কাজ শুরু করে।

জমজম ফ্যাশন এন্ড টেইলার্স এর ব্যবস্থাপক শামিম ব্যাপারী বলেন, সকাল পৌনে ৯টার দিকে খবর পেয়ে ছুটে এসে দ্রুত চাবি দিয়ে দোকান খুলে দেখি ভিতরে আগুন জ্বলছে। কিভাবে আগুন লেগেছে সঠিক না জানলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগতে পারে বলে ধারণা করছেন। এতে ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন।

সোনালী ব্যাংক গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন বলেন, সাড়ে ৯টার দিকে ব্যাংকে পৌছে দেখেন ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করছে। আগুনের ধোঁয়া ভবনে ছড়িয়ে পড়ায় অনেকে ভেবেছিল ব্যাংকে আগুন লেগেছে। ব্যাংক ষ্টাফসহ ভবনের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অল্পের জন্য সোনালী ব্যাংকসহ ভবনটি রক্ষা পায়। কিভাবে আগুন লেগেছে সঠিক কারণ জানা নেই।

তিনি বলেন, ব্যাংক কার্যক্রম সকাল দশটা থেকে শুরু হলেও তার আগে সকলে উপস্থিত হন। ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় নির্ধারিত সময়ে ব্যাংকের কার্যক্রম চালু সম্ভব হয়নি। বৈদ্যুতিক লাইন বন্ধ থাকায় এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করে প্রায় ১৫ মিনিট পর সোয়া দশটা থেকে কার্যক্রম চালু হয়েছে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন মাষ্টার আব্দুর রহমান বলেন, সকাল ৯.৫ মিনিটে খবর পেয়ে দুই মিনিটে ঘটনাস্থলে পৌছে ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে সম্পন্ন করতে প্রায় এক ঘন্টা লেগে যায়। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ২০ লাখ টাকার পোশাক রক্ষা পেয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

রাজবাড়ীতে পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ১২ হাজার টাকা

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু

পদ্মা নদীর ভাঙনে দৌলতদিয়ার সবকটি ফেরি ঘাট ঝুঁকিতে

রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন