Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

কালুখালীতে বৃষ্টিভেজা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ জুন ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, কালুখালী, রাজবাড়ীঃ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট নামক এলাকায় বৃষ্টিভেজা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন সড়কে উল্টে চাপা পড়ে রতন শেখ (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের শাহ আলম শেখের ছেলে। সঙ্গে থাকা রতনের প্রতিবেশী কাদের চৌধুরী ও নসিমন চালক আহত হন। গত বুধবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে মডেল থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চড়াইকোল হাট থেকে প্রায় এক লাখ টাকায় একটি বড় গরু কিনে রতন শেখ ও প্রতিবেশী বন্ধু কাদের চৌধুরী নসিমনে একত্রে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের নসিমনটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড় সংলগ্ন সেতুর ওপর উঠে। এসময় একটি ইজিবাইককে পাশ কাটিয়ে যাওয়ার সময় পিছন থেকে পণ্যবাহী গাড়ি ধাক্কা দেয়। বৃষ্টিতে মহাসড়ক পিচ্ছিল হওয়ায় নসিমনটি ব্রেকে চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে। এতে নসিমনের নিচে পড়ে চালকসহ তারা দুইজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রতন শেখকে মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ দাস জানান, কুষ্টিয়া থেকে একটি বড় গরু কিনে নসিমনে করে তারা বাড়ি ফিরছিলেন। পথে বাংলাদেশ হাট মোড় সংলগ্ন সেতুর ওপর উঠলে অপর একটি যানবাহনকে পাশ কাটিয়ে যাওয়ার সময় পিছন থেকে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। পিচ্ছিল সড়কে ব্রেকে চাপ দেয়া মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে যায়। এতে রতন শেখ নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়। সঙ্গে থাকা কাদের চৌধুরী চিকিৎসা শেষে রাতেই বাড়ি ফিরেন। নসিমন চালক পলাতক থাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে রাত ৮টার দিকে রতন শেখের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত নসিমনটি পুলিশের হেফাজতে রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় আটক ১৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে যুবককে হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

গোয়ালন্দে জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলা ও লুটপাটের ঘটনায় যুবক কারাগারে

গোয়ালন্দ পৌরসভার বহুতল ভবন নির্মাণে পাইলিং স্থাপনে জটিলতায় দেড় মাস কাজ বন্ধ

গোয়ালন্দে আগুনে পোড়া ১০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের চেক বিতরণ 

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযানে ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস, নৌকা নিলামে বিক্রি

রাজবাড়ীতে গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস