Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৭ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

পাংশায় পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছে বেধে নির্যাতন, জামাতাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ জুন ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় জমি বন্দকের (লিজ) পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ শ্বশুরকে উদ্ধার করে জামাতা সহ পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে শ্বশুর সাইদুল প্রামানিক মেয়ে জামাই ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামের মিজান মন্ডল (৫৭), তাঁর দুই ছেলে দাউদ মন্ডল (২৭) ও নাজমুল মন্ডল (১৮)। দাউদ মন্ডল সম্পর্কে আগে থেকে ভাগ্নে হলেও পরে মেয়ে জামাই হয়। গ্রেপ্তারকৃতদের আজ শুক্রবার রাজবাড়ীর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামের সাইদুল প্রামানিক জমি বন্দকি রাখার কথা বলে প্রায় চার বছর আগে আপন বোন জামাই একই গ্রামের নিজাম মন্ডলের কাছ থেকে এক লাখ টাকা নেন। দীর্ঘদিনে জমি বুঝিয়ে দিতে পারেনি এমনিক টাকাও পরিশোধ করেনি। পরবর্তীতে প্রায় দুই বছর আগে মিজান মন্ডলের ছেলে ভাগ্নে দাউদ মন্ডলের সঙ্গে মেয়ে বিয়ে দেন সাইদুল প্রামানিক। নির্ধারিত সময়ে জমি বুঝিয়ে না দেয়ায় দাউদের পরিবার টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। এ নিয়ে দুই পরিবারের মনমালন্য সৃষ্টি হয়। মাঝে এক মাস সময়ে চেয়ে টাকা ফেরত দিতে পারেননি শ্বশুর। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোন সমাধান হয়নি।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টার দিকে সাইদুল প্রামানিক ভ্যান চালিয়ে নিজাম মন্ডলের বাড়ির সামনে দিয়ে অন্যত্র কাজে যাচ্ছিলেন। এসময় বোন জামাই নিজাম মন্ডল, জামাতা দাউদ মন্ডলসহ পরিবারের লোকজন দেখে ফেলায় তাঁকে আটক করে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। এ ধরনের খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে গাছের সঙ্গে বেঁধে রাখা অবস্থায় সাইদুল প্রামানিককে উদ্ধার করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ জামাতা দাউদ মন্ডলসহ তিনজনকে গ্রেপ্তার করে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ সাইদুল প্রামানিককে উদ্ধার করে নিয়ে আসে। পরে অভিযান চালিয়ে জামাতা দাউদ মন্ডল, বোন জামাই নিজমা মন্ডল এবং দাউদের ছোট ভাই নাজমুল মন্ডলকে আটক করেন। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলেই ভুক্তভোগী সাইদুল প্রামানিক বাদী হয়ে জামাতাসহ গ্রেপ্তারকৃতদের আসামি করে থানায় মামলা করেন। আটককৃত তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার রাজবাড়ীর আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

রাজবাড়ীতে পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ১২ হাজার টাকা

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু

পদ্মা নদীর ভাঙনে দৌলতদিয়ার সবকটি ফেরি ঘাট ঝুঁকিতে

রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন