Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৯ ফেব্রুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. খেলাধুলা

গোয়ালন্দে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ‍্যাম্পিয়ন টুটুল স্মৃতি সংঘ বালিয়াডাঙ্গা

রাজবাড়ী মেইল ডেস্ক
৭ অক্টোবর ২০২৪, ৮:৩৩ পূর্বাহ্ণ

Link Copied!

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উজানচর রিয়াজ উদ্দিন পাড়া যুব সমাজের উদ্যোগে ১২তম রিয়াজ উদ্দিন পাড়া ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৪ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ৩০ আগস্ট উজানচর রিয়াজ উদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে উদ্বোধন করা হয়। গত ২২ ও ২৩ সেপ্টেম্বর যথাক্রমে দুইটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

রোববার (৬ অক্টোবর) বিকেল ৪টায় উজানচর রিয়াজ উদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুক্তি সংঘ গোয়ালন্দ বনাম টুটুল স্মৃতি সংঘ বালিয়াডাঙ্গা একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় টুটুল স্মৃতি সংঘ, বালিয়াডাঙ্গা ৬-০ গোলে মুক্তি সংঘ, গোয়ালন্দ বাজারকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে খেলোয়াড় অংশ নেয়। প্রায় হাজার পাঁচেক দর্শক এ খেলা উপভোগ করেন। বিজয়ী দলের মো. শরিফ হ‍্যাট্রিক করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দলের পক্ষে আরিফ দুটি ও সোহান একটি গোল করেন। বিজয়ী দলের সবাই রাজবাড়ী জেলা দলের খেলোয়াড়।

গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ও টুর্নামেন্টের সদস্য সচিব মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ‍্যক্ষ আব্দুল কাদের শেখ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও প্রাক্তন ফুটবলার নাজিরুল ইসলাম তিতাস, বিএনপি নেতা মুরাদ আল রেজা, নূর ইসলাম আদনান, মো. আজিম।

আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, মৃধাডাঙ্গা এলাকার তরুণ সমাজসেবক জহুরুল ইসলাম পাপ্পু মৃধা, সবুজ শেখ প্রমুখ। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনষ্ঠানে সভাপতিত্ব করেন, টুর্নামেন্টের আহবায়ক শেখ মো. সোহান। রেফারির দায়িত্বে ছিলেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, সহকারি রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সদস্য ও সিনিয়র খেলোয়াড় কাঞ্চন ও আসিফ খান। ফাইনাল খেলায় অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার হিসাবে ৩২ইঞ্চি ও ২৪ইঞ্চি এলইডি টিভি তুলে দেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

আমরা ভালো কাজ করতে চাই- গোয়ালন্দে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

কুয়াশায় কয়েক ঘন্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চালু

বালিয়াকান্দিতে ছাত্রলীগ নেতাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পদ্মা নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় দুটি ট্রলারসহ গ্রেপ্তার ৬

গোয়ালন্দে নবাব সলিমুল্লাহ্’র ১১০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পাঠচক্র অনুষ্ঠিত

৩১ দফা রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি- বালিয়াকান্দিতে ব্যারিস্টার মানিক

ফরিদপুরে প্রতিবন্ধিদের মাঝে ফারিয়ান ইউসুফের শীত বস্ত্র বিতরন

পাংশায় মরহুম আব্দুল আজিজ সরদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

রাজবাড়ী সদর কোলারহাটে বিএনপি’র কর্মী সমাবেশ

সংষ্কারের আগে কোন নির্বাচন নয় – ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব

রাজবাড়ীতে ৬৬টি হারানো মোবাইল ফিরিয়ে দেয়া হলো মালিকের হাতে

রাজবাড়ীতে বালু ব্যবসায়ী হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড ৬জনের যাবজ্জীবন কারাদণ্ড