Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. লাইফস্টাইল

চাঁদা বন্ধের দাবীতে গোয়ালন্দে অটোরিকশা চালকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৪, ৮:২৫ পূর্বাহ্ণ

Link Copied!

মইন মৃধাও ও ফিরোজ আহম্মেদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে পৌর পার্কিং ও অটোরিকশা মালিক সমিতির নামে চাঁদা বন্ধের দাবীতে মঙ্গলবার সকাল থেকে ব্যাটারী চালিত তিন চাকার অটোরিকশা বন্ধ রেখে চালকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। চালকদের দাবী, পার্কিং না করেও পৌরসভায় পার্কিং চার্জ বাবদ টাকা আদায় এবং দৌলতদিয়া ঘাটে যতবার যাচ্ছে ততবারই তাদেরকে পার্কিং চার্জ বাবদ জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে।

মঙ্গলবার দুই শতাধিক অটোরিকশা বন্ধ করে গোয়ালন্দ উপজেলা কোর্ট মাঠ চত্ত্বরে জড়ো হয়। এসময় কয়েকশ চালক থেমে থেমে বিক্ষোভ করতে থাকে। পরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌরসভার সামনেও সড়ক অবরোধ করে চালকরা বিক্ষোভ করে।

চালকদের দাবী, তাদের রোজগারের টাকা এভাবে দিতে পারবেনা। প্রতিদিন গড়ে প্রায় দুই কেজি চালের টাকা শুধু চাঁদা দিতে হয়। অনেকের অটোরিকশা ভাড়া করা, ভাড়া বাবদ টাকা দিতে হয়। প্রতিদিন ব্যাটারী চার্জ বাবদ টাকা দিতে হয়। এরপর নানা সময় নানা ধরেনর যান্ত্রিক ত্রুটিতো আছেই। সবমিলে প্রতিদিনের রোজগারের বেশিরভাগ টাকা খরচ হয়ে যায়। তাহলে বাকি টাকা দিয়ে এই বাজারে কিভাবে সংসার চালাবেন।

ঠান্ডু ফকির নামের এক চালক বলেন, পৌরসভায় ঢুকলেই ৩৫ টাকা, দৌলতদিয়ায় ঢুকলেই ২০ টাকা দিতে হয়। অনেকে যাত্রী নিয়ে রাজবাড়ী যায়। সেখানেও ৪০ টাকা দিতে হয়। প্রতিনিয়ত প্রায় ১০৫ টাকা শুধু চাঁদা দিতে হয়। প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা রোজগার করা যায়। এরমধ্যে আড়াই কেজি চাউলের পয়সা চাঁদা বাবদ চলে যায়। এই চাঁদা না দিলে পরিবার নিয়ে আমরা বেঁচে যাই। আমরা নতুন সরকারের কাছে এই দাবী করছি।

কাওছার মৃধা নামের আরেক অটোচালক বলেন, আমরা ৪০০ থেকে ৫০০ টাকা কামাই করি। সরকার পতনের পর সারাদেশে চাঁদা দেয়া বন্ধ করে দিয়েছে। অথচ আমাদের গোয়ালন্দে এটা অব্যাহত রয়েছে। মাঝে কয়েকদিন বন্ধ ছিল। নতুন করে গত রোববার থেকে আবার নিচ্ছে। চাঁদা না দিলে পৌর এলাকায় পৌরসভার লোকজন এবং দৌলতদিয়ায় মোস্তফা মন্ডল এই টাকা আদায় করছেন। না দিলেই আমাদের ওপর নির্যাতন করা হয়।

কয়েকজন চালক অভিযোগ করেন, পৌর পার্কিং ও মালিক সমিতি ছাড়াও পুলিশ ডিউটিতে গেলে ভাড়া না দিয়ে তারা সারারাত গাড়ি নিয়ে ডিউটি করে। মহাসড়কে চালানোর সময় হাইওয়ে পুলিশ ধরে ২৫০০ থেকে ২৬০০ টাকা আদায় করে। না দিলেই মামলা দিয়ে দেয়। এসব হয়রানী বন্ধ করতে হবে।

গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, পৌরসভার প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জোতিশ্বর পাল এবং আমি অটোরিকশা চালকদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করেছি। বিশেষ পরিস্থিতির কারনে আপাতত পৌর পার্কিং চার্জ বন্ধ থাকবে। রাজবাড়ী সহ অন্যান্য জায়গার মতো আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে দৌলতদিয়া ঘাট যেহেতু বিআইডব্লিউটিএর। তাদের সঙ্গে কথা না বলে সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবকে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি 

গুণী শিক্ষক নির্বাচিত হলেন গোয়ালন্দের বাবর আলী ও নাসরীন আক্তার

রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত