Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে সাবেক মন্ত্রীপুত্র সহ ৫৪ জনের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের

রাজবাড়ী মেইল ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সাবেক রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য মিতুল হাকিম, পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল্লাহ আল মাসুদ বিশ্বাসসহ ৫৪ জন আওয়ামী লীগের নেতাকর্মী এবং অজ্ঞাত ৭৫ জনকে আসামী করে পৃথক ৩টি মামলা দায়ের হয়েছে। রোববার বিকেলে রাজবাড়ীর পাংশার আমলী আদালত ও দ্রুত বিচার আদালতে পৃথক সময়ে মামলা ৩টি দায়ের হয়েছে।

মামলা করেন, পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন খন্দকার বাদী হয়ে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমসহ ৩১ জন এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামী করে মামলা করা হয়েছে। ওই মাগুরাডাঙ্গি গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে মাসুদ রানা জনি বাদী হয়ে ১৭ জনসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামী মামলা করেন। পাংশা উপজেলার গুধিবাড়ী গ্রামের আব্দুল করিম মোল্যার ছেলে আজিজুল ইসলাম রাজা বাদী হয়ে ৬ জনকে চিহ্নিত এবং অজ্ঞাতনামা আরো ২০ থেকে ২৫ জনকে আসামী করে আরেকটি মামলা করেন।

মামলার বাদী মাগুরাডাঙ্গি গ্রামের সুমন খন্দকার বলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, রাজবাড়-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমের বড় ছেলে মিতুল হাকিমের নেতৃত্বে ২০১৮ সালের ২৫ ডিসেম্বর আমার কাছে দশ লাখ টাকা চাঁদাদাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় একদিন পর ২৭ ডিসেম্বর আমার বসত বাড়ীতে প্রবেশ করে ককটেল ফাটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। এ সময় সন্ত্রাসীরা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করেন। পরে প্রাণ ভয়ে তাদেরকে ৫ লাখ টাকা প্রদান করতে বাধ্য হই। আরো ৫লক্ষ টাকার জন্য তারা আমাকে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করতে থাকে।

আরেক মামলার বাদী মাসুদ রানা জনি বলেন, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল্লাহ আল মাসুদ বিশ্বাসের নেতৃত্বে তার বাহিনীর লোকজন আমার কাছে ৫ লাখ টাকা চাঁদাদাবি করে। পরে ২ লাখ টাকা তাদেরকে প্রদান করলেও বাকী ৩ লাখ টাকা না দেওয়ায় একদিন পর ২৮ ডিসেম্বর আমার নিজের বসতবাড়ী ভাংচুর করে।

আরেক মামলার বাদী আজিজুল ইসলাম রাজা বলেন, ২০১৭ সালের ৩ এপ্রিল পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল্লাহ আল মাসুদ বিশ্বাসের নেতৃত্বে তার লোকজন আমার লাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি করে। পরে অনেক কষ্টে তাদেরকে ৫ লাখ টাকা প্রদান করলেও বাকী আরো ৫ লাখ টাকার জন্য পরদিন ৪ এপ্রিল আমার নিজের মুদি দোকান সহ বিল্ডিং ভেঙ্গে লুটপাট করে নিয়ে যায়।

মামলার আইনজীবি রাজবাড়ী আদালতের এ্যাড. জাহিদ উদ্দিন মোল্যা বলেন, মাসুদ রানা জনির মামলাটি রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি, আজিজুল ইসলামের মামলাটি পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সুমন খন্দকারের মামলাটি পিবিআইকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা