Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

ফারাক্কা গেট খোলাঃ রাজবাড়ীতে প্রতিদিন পাঁচবার মাপা হচ্ছে পদ্মার পানি

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ আগস্ট ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়ার পর রাজবাড়ীর পদ্মা নদীর পানি আজো বাড়েনি। বরং ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি আরো ১২ সেন্টিমিটার কমেছে। তারপরও নিয়ম অনুযায়ী প্রতিদিন পাঁচবার মাপা হচ্ছে পদ্মার পানির লেভেল।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেওয়া তথ্যমতে, মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি কমেছে ১২ সেন্টিমিটার। সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টায় পদ্মার পানি কমেছে ১৬ সেন্টিমিটার। এর আগের ২৪ ঘন্টায় পানি কমেছিল ১১ সেন্টিমিটার। গোয়ালন্দ পয়েন্টে পানির বিপৎসীমার লেভেল ৮ দশমিক ২০ মিটার। সর্বশেষ বুধবার সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী বর্তমানে পানির লেভেল রয়েছে ৬ দশমিক ৭৪ মিটার।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গোয়ালন্দ কার্যালয়ের গেজ রিডার (পানির উচ্চতা পরিমাপকারী) সালমা খাতুন বলেন, নিয়ম অনুযায়ী তিন ঘন্টা পর পর প্রতিদিন সকাল ৬টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিমাপ করার কথা। সেখানে সাধারণত প্রতিদিন দুই বেলা গোয়ালন্দ পয়েন্টে পানির পরিমাপ করা হতো। ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়ার পর প্রতিদিন পাঁচবারই পানি পরিমাপ করা হচ্ছে।

বুধবার দুপুরে পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার গুদার বাজার, উড়াকান্দা ও গোয়ালন্দের অন্তার মোড় এলাকায় দেখা যায়, উৎসুক মানুষ নদীর পাড়ে এসে পানির কি অবস্থা খোঁজ খবর নিতে এসেছেন। আবার অনেকে পদ্মা নদীর পাড়ে বসে কিছু সময়ও কাটাচ্ছেন।

অন্তারমোড় বাঁধের পাশে বসে মাছ ধরার জাল মেরামত করছিলেন স্থানীয় জেলে কোরবান শেখ। তিনি বলেন, ফারাক্কার গেট খুলে দেওয়ার পর থেকে প্রতিদিন নানা বয়সী মানুষ পদ্মা নদীর পাড়ে আসছেন। আমরা অনেকে দুশ্চিন্তায় আছি। তাই নদীর পাড়ে বসে মাছ ধরার ছেড়া জাল মেরামত করছি।

সদর উপজেলার পাচুরিয়া থেকে পানির অবস্থা জানতে এসেছেন প্রবাসী ইয়াকুব হোসেন। তিনি বলেন, কয়েকদিন হলে দেশে ফিরে দেখছি নানা ধরনের বিপর্যয় চলছে। সাম্প্রতিক সময়ে ভারতের ছেড়ে দেওয়া পানিতে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ অনেক জেলার দুর্বস্থা। এখন ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়ায় আমরাও দুশ্চিন্তায় আছি। তবে এখনো পদ্মা নদীতে আমাদের এই অঞ্চলে পানি না পারায় কিছুটা স্বস্তিতে আছি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এস এম ইত্তেহাদ সিয়াম বলেন, ফারাক্কা গেট খুলে দেয়ায় অনেক দুশ্চিন্তায় ছিলাম। আমাদের এখানে পানি না বাড়ায় স্বস্তিতে আছি। সদস্যসহ ছাত্রবন্ধুদের সকল ধরনের প্রস্তুত থাকতে বলেছি। যাতে ফেনী, কুমিল্লার মতো পরিস্থিতি হওয়ার আগেই মোকাবেলা করতে পারি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি