নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় কৃষকদের মাঝে বিশেষ জুতা (গামবুট) বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ও প্রতীক গ্রুপ এর সহযোগিতায় উপজেলার কৃষি অফিস চত্বরে উজানচর ইউনিয়নের মজলিশপুর চরাঞ্চলের ৪০ জন কৃষকদের মাঝে এ গামবুট বিতরণ করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে গামবুট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা জুলফিকার আলী, উজানচর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা লক্ষণ কুমার রায়, দৌলতদিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেনসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কৃষকগন।
এ সময় ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, কৃষকদেরকে এ গামবুট পড়ে মাঠে কাজ করতে হবে এবং সব সময় সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, গত দুই মাসে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মজলিশপুর, মহিদাপুর, দেবীপুর, চর করনেশনা সহ কয়েকটি অঞ্চলে বিষধর রাসেলস ভাইপার এর কামড়ে ৪ জন কৃষক মারা গেছে। এ নিয়ে পুরো চরাঞ্চলে কৃষকদের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো ১০০ জন কৃষকের মাঝে গামবুট বিতরণ করা হয়। অপরদিকে আজ বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বিকল্প প্রকল্পের/কর্মসূচীর আওতায় ৮০ জন কৃষক-কৃষাণীর মধ্যে (পারিবারিক পুষ্টি বাগানের) কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।