Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীতে পদ্মার দুষ্প্রাপ্য এক ‘ঢাই’ মাছ বিক্রি হলো ২২ হাজারে

রাজবাড়ী মেইল ডেস্ক
২ জুলাই ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ ‘ঢাই’ মাছ দেখতে অনেকটা পাঙ্গাশ মাছের মতো। রুপালি রঙের আঁশবিহীন মাছ। মুখের আকৃতি পাঙ্গাশের মতো এবং অনকে সুস্বাদু। পদ্মা নদীর ঢাই মাছ মানেই সকলের কাছে যেন বাড়তি পাওয়া। সাধারণত আকারে ১-২ কেজি দেখা যায়। বর্ষা মৌসুমে জেলেদের জালে মাঝে মধ্যে এক-দুটি ধরা পড়ে। বড় ঢাই তো অনেক ভাগ্যের ব্যাপার। যে কারনে অন্যান্য মাছের তুলনায় এর দামও অনেক বেশি।

সোমবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলেদের জালে ৭ কেজি ১০০ ওজনের একটি বড় ঢাই মাছ ধরা পড়েছে। স্থানীয় জেলে হযরত মন্ডলের জালে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়া ফেরি ঘাট থেকে প্রায় ৮ কিলোমিটার উজানে উপজেলার উজানচর ইউনিয়নের মজলিশপুর এলাকায় জাল তুললে মাছটি পাওয়া যায়।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, প্রতিদিনের মতো সোমবার (১ জুলাই) ভোরে জাল নিয়ে নদীতে মাছ শিকারে বের হন বাহির চর দৌলতদিয়া চাঁদখান পাড়ার জেলে হযরত মন্ডল। বাহির চর থেকে জাল ফেলে প্রায় ৮ কিলোমিটার দূরে উজানচর ইউপির চর করনেশনা-মজলিশপুর এলাকায় জাল নৌকায় তুলে দেখতে পান বড় একটি ঢাই। সাথে উঠে আসে আরো দুটি ইলিশ মাছ। বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজার দুলাল মন্ডলের আড়তে। এ সময় নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছ তিনটি কিনেন।

ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, পদ্মা নদীর এতবড় ঢাই সাধারণত বছরে এক-দুটি দেখা যায়। এই মৌসুমে এতবড় ঢাই এই প্রথম। মাছটির ওজন ছিল প্রায় ৭ কেজি ১০০ গ্রাম। দুলাল মন্ডলের আড়তে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ২২ হাজার ৭০০ টাকায় কিনেন। মাছটি তার ফেরি ঘাট আড়ত ঘরে বিক্রির জন্য রেখে দিয়েছেন। কেজি প্রতি তিনি ২০০ টাকা করে লাভ পেলেই বিক্রি করবেন।

শাহজাহান শেখ বলেন, ওই আড়ত থেকে দুটি বড় ইলিশও উঠে। এর একটির ওজন ছিল ১ কেজি এবং অপরটির ওজন ছিল ১ কেজি ১০০ গ্রাম। ইলিশ দুটি ২ হাজার ১৫০ টাকা কেজি দরে ৪ হাজার ৫০০ টাকায় কিনেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ফেরি ঘাট দিয়ে যাওয়ার সময় ৪ হাজার ৬০০ টাকায় কিনে নেন।

গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, ঢাই বা শিলং হচ্ছে ক্যাটফিস জাতীয় সুস্বাদু ও স্রোতস্বিনী নদীর আঁশবিহীন রুপালী রঙের মাছ। লম্বায় সাধারণত ১৮৩ সেন্টিমিটার, ওজনে ৩-১০ কেজি হয়। রুপালি রঙ এবং পাখনাগুলো লাল রঙের হয়। অন্যান্য ক্যাটফিসের তুলনায় ডিম কম দেয় এবং বর্ষায় প্রাপ্ত বয়স্করা প্রজননের জন্য ছোট নদী থেকে বড় নদীতে আসে। ঢাই বা শিলং অনেক দুষ্প্রাপ্য এবং অনেক দামি মাছ। আমাদের পদ্মা নদীতে এই মাছ ধরা পড়া মানে জেলেদের জন্য অনেক সুখবর বটে

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে বিএনপির প্রতিনিধি সভায় ওয়ার্কাস বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

রাজবাড়ীতে আল্লা নেওয়াজ খায়রু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দিশারী সংঘ

গোয়ালন্দে মঠ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া

আইনশৃঙ্খলা কমিটির সভাঃ মহাসড়কে বেপরোয়া বালুবাহি ট্রাক, একদিন পর পর অভিযানের সিদ্ধান্ত

গোয়ালন্দে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে বিএনপি নেতা এ্যাড. আসলাম মিয়ার পক্ষে মহিলা দলের লিফলেট বিতরণ

রাজবাড়ীর পদ্মা নদীতে এবার ধরা পড়েছে বিশাল আকারের মহাবিপন্ন বাগাড়

রাজবাড়ীতে হারানো মোবাইল ৬৬ জনকে ফিরিয়ে দিল পুলিশ

গোয়ালন্দে মাটির ট্রাকের চাপায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রী, আহত ৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাংশা উপজেলা বিএনপি সভাপতিকে অব্যাহতি

জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে কুপিয়ে হত্যা করা হয় নজরুলকে

পাংশায় অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির অভিযোগে কারখানা মালিককে লাখ টাকা জরিমানা