Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. বিজ্ঞান-প্রযুক্তি
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে প্রতি বর্গ কিলোমিটার বাস করে ১ হাজার ৩৬ জন, পুরুষের চেয়ে নারীর সংখ্যা ২৫ হাজার বেশি

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুন ২০২৪, ১০:৩৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগননা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পরিসখ্যান ব্যুরোর সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা পরিসখ্যান কার্যালয় সভাটি বাস্তবায়ন করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

প্রতিবেদনে বলা হয়, জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী রাজবাড়ী জেলার মোট জনসংখ্যা ১১ লাখ ৮৯ হাজার ৮১৮ জন। জেলার মোট জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৫ লাখ ৮২ হাজার ১২৩ জন এবং নারীর সংখ্যা ৬ লাখ ৭ হাজার ৬২০ জন ও তৃতীয় লিঙ্গের সংখ্যা ৭৫ জন।পরিসংখ্যান অনুযায়ী জেলায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা ২৫ হাজার ৪৯৭ জন বেশি। জেলায় প্রতিবর্গ কিলোমিটারে ১ হাজার ৩৬ জন মানুষ বাস করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্বার্থ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, অন্যান্যের মধ্যে জেলা পরিবার ও পরিকল্পনার উপ-পরিচালক আলীফ নূর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল বক্তব্য রাখেন।এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেলার মোট আয়তন ১ হাজার ১১৮ বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যার মধ্যে পল্লিতে বসবাস করে ১০ লাখ ১০ হাজার ২৭ জন ও শহরে বসবাস করে ১ লাখ ৭৯ হাজার ৭৯১ জন। জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার ১.১ শতাংশ। জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ৩ হাজার ৩২৪ জন। জেলায় গড় স্বাক্ষরতার হার ৬৯ দশমিক ৪৮ শতাংশ। এরমধ্যে পুরুষের স্বাক্ষরতার হার ৭০.৭০ শতাংশ ও নারীর স্বাক্ষরতার হার ৭৮.২৭ শতাংশ।গ্রামে স্বাক্ষরতার হার ৬৭.৯৭ ও শহরে ৭৭.৯৫ শতাংশ। জেলায় অক্ষমতার হার ১.৪৪ শতাংশ। এর মধ্যে গ্রামে ১.৪৮ শতাংশ ও শহরে ১.২২ শতাংশ। মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা ১০ লাখ ৭৮ হাজার ৬৭৭ জন, হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫৬৯ জন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সংখ্যা ১৬৩ জন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা ৩৫ জন ও অন্যান্য ৩৭৪ জন।

কাজের ক্ষেত্রে (১০ বছর ও তদূর্ধ্ব) জেলার ৫১.১৪ শতাংশ মানুষ কৃষি কাজে নিয়োজিত, শিল্পকাজে নিয়োজিত ১০.০৭ শতাংশ ও সেবামূলক কাজে নিয়োজিত ৩৮.৭৯ শতাংশ। জেলায় প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা ৯৫.৮০ জন। শিশু ও নারীর অনুপাত ৩২৮.৫৯ শতাংশ ও নির্ভরশীলতার অনুপাত ৫৪.৫২ শতাংশ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে লোকাল বাস বন্ধ, দুর্ভোগ

কালুখালীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

কালুখালীতে যাত্রীবাহি দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-১৫

ভুল রাজনীতির কারণে শেখ মুজিবকে জীবন দিতে হয়েছে – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন

বরশিতে পাওয়া ১৬ কেজি পদ্মা নদীর বোয়াল বিক্রি হলো অর্ধলাখ টাকায়

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে তারুণ্যের উৎসব

গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু 

রাজবাড়ীতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

খরিদ্দার সেজে মাদক ব্যবসায়ীকে ধাওয়া, গোডাউনে মিললো গুলিসহ তিনটি বিদেশি পিস্তল

সন্তানদের পরিচয়ে পরিচিত হতে চান দৌলতদিয়া যৌনপল্লীর মায়েরা

গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরন