• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ জুন, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৩ জুন, ২০২৪

রাজবাড়ী দিশারী ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোয়ালন্দ দুরন্ত একাদশ

অনলাইন ডেস্ক

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর সদর লক্ষ্মীকুল দিশারী ক্লাব টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দুরন্ত ক্রিকেট একাদশ গোয়ালন্দ, রাজবাড়ী দিশারী ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

দুরন্ত ক্রিকেট একাদশ টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ফলে রাজবাড়ী দিশারী ক্লাব ১২ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সক্ষম হয়। জবাবে ব্যাটিং করতে নেমে দুরন্ত ক্রিকেট একাদশ ৮.২ ওভার বল খেলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। ব্যক্তিগত ৮৬ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের রোমান।

রাজবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাটের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. আলমগীর শেখ তিতু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু, আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবিব, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী প্রমূখ। পরে উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে নগদ ২০ হাজার এবং রানার আপ দলের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর