oplus_2
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নবনির্মিত চর খানখানাপুর বড় ঈদগাহ মসজিদ কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ জুন) বিকাল ৫ টার দিকে দোয়া ও আছর নামাজ আদায় করে এ মসজিদটি উদ্বোধন করেন ঈদগাহ কমিটির সভাপতি এ্যাড. আসলাম মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আতিক আল আলম, সাংগঠনিক সম্পাদক মো. বাবু মোল্লা, দপ্তর সম্পাদক মো. মান্নান শেখ, ব্যবসায়ী বাশার মিয়া, মিরাজ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আছর নামাজ শেষে দেশ-জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। পরে বহু সংখ্যক মুসল্লি মসজিদটির উদ্বোধনে আগত সকল অতিথি ও কমিটির সবার সঙ্গে কুশল বিনিময়কালে দৃষ্টিনন্দন ও সুপরিসর এ মসজিদ নির্মাণের একান্ত প্রচেষ্টার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।