• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ জুন, ২০২৪
সর্বশেষ আপডেট : ৫ জুন, ২০২৪

রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

অনলাইন ডেস্ক

ইমরান মনিম, রাজবাড়ীঃ “জন্মভূমি বাংলাদেশ-কর্মসংস্থান বিশ্বময়” এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এ সেমিনারের আয়োজন করে।

রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মেদ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক।

সেমিনারে, বিদেশে কাজ করতে যাওয়ার আগে বিদেশগামীদের কর্মদক্ষতা বাড়াতে ও কোম্পানির চাহিদা অনুসারে প্রশিক্ষণ নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিদেশে কর্মরত দেশের মানুষ প্রশিক্ষণ না নিয়ে যাওয়ায় তারা নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হন। নির্দিষ্ট কোন কাজের অভিজ্ঞতা না থাকলে বিদেশে যে কোন কাজ করা সম্ভব হয় না। এতে বিদেশগামী দেশের মানুষ তাদের কাজে সফলতা বয়ে আনতে পারে না। তাই বিদেশ গমনেচ্ছুদের যথাযথ কাজের প্রশিক্ষণ নিয়ে যাওয়ার পরামর্শ দেন অতিথিরা।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর