module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: LLHDR; ?cct_value: 5468; ?AI_Scene: (200, -1); ?aec_lux: 403.31335; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: LLHDR; cct_value: 5468; AI_Scene: (200, -1); aec_lux: 403.31335; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরন করা হয়েছ। বৃহস্পতিবার বিকালে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপি আহব্বায়ক মাহবুব আলম দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্র দলের সভাপতি আরিফুল ইসলাম রোমান প্রমূখ।