নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার ঐতিহ্যবাহী রামকান্তপুর ইউনিয়নের ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়োছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় রামকান্তপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এ বাজেট ঘোষনা করনে রামকান্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজিব মোল্লা বাবু।
এ সময় তিনি ২০২৪-২০২৫ অর্থ বছরের ১ কোটি ৮২ লক্ষ টাকার বাজেট ঘোষনা করেন। এর মধ্যে বাজেট ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৭৪ লক্ষ ৬০ হাজার টাকা। উবৃত্ত থাকবে ৭৪ লক্ষ টাকা। বাজেট ঘোষনা অনুষ্ঠান উপস্থাপন করেন, রামকান্তপুর ইউনিয়ন সচিব শঙ্কর কুমার সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশসসনিক কর্মকর্তা কানিজ মওলা, ইউনিয়ম আওয়ামীলীগের সভাপতি আহসানউল্লা মিয়া, সাধারন সম্পাদক আমজাদ হোসেন মোল্লা সহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, সাধারন মানুষ।