oplus_0
মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ সংলগ্ন “জমিদার ব্রিজ কবরস্থানের” মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০ টার দিকে কবরস্থান কমিটি ও যুব সমাজের উদ্যোগে কবরস্থানের পাশে পুকুরে মাটি ভরাট কাজের উদ্বোধন করেন সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
এসময় আরো উপস্থিত ছিলেন, উজানচর ইউনিয়ন পরিষদের মো. গোলজার হোসেন মৃধা, কবরস্থান কমিটির সভাপতি মো. মোশারফ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবিএম বাতেন। যুবসমাজের পক্ষ থেকে সানোয়ার আহম্মেদ, শাহজাহান, সাইদ, মনোয়ার আহম্মেদ, সিরাজ, রাজ্জাক, মজিবর, রেজা সহ কবরস্থান কমিটির অন্যান্য সদস্য ও মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
কবরস্থান কমিটির সভাপতি মোঃ মোশারফ আহম্মেদ জানান, জমিদার ব্রিজ এলাকার গোরস্তানে মৃত দেহ দাফন শেষে জানাজা করার মত জায়গা নেই তা ছাড়া আশপাশে অন্য কোনো গোরস্থান না থাকায় স্থানীয় মুসুল্লি ও যুব সমাজের উদ্যোগে কবরস্থানের সামনের খালি জায়গায় মাটি দিয়ে ভরাট কাজের উদ্বোধন করা হলো। এছাড়া এই কাজ সম্পন্ন করতে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও সরকারি সহোযোগিতা কামনা করছি।