নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার প্রায় আড়াইশ গবাদিপশুর মাঝে বিনামূল্যে টিকা প্রদান করা হয়। শনিবার সকালে উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।
শনিবার (২০ এপ্রিল) সকালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে গবাদিপশুর মাঝে বিনামূল্যে টিকা প্রদান ছাড়াও কৃষকদের মাঝে সচেতনতামূলক আলোচনা সভা, খামারীদের নিয়ে পরামর্শমূলক সভা এবং সেবা প্রদানের আয়োজন করা হয়। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শেষ হবে। শনিবার আয়োজিত অনুষ্ঠানে উজানচর ইউনিয়নের ২৪০টি গবাদি পশুর মাঝে বিনামূল্যে টিকা প্রদান করা হয়। এছাড়া ইউনিয়নের বিভিন্ন মুরগির খামার পরিদর্শন করে সচেতনামূলক পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদুল ইসলাম, বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন প্রমূখ।