Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ভিন্ন স্বাদের খবর

শ্রদ্ধা নিবেদনের ঘন্টা পার না হতেই নষ্ট করা হলো ফুল ও ককশিট!

রাজবাড়ী মেইল ডেস্ক
২৭ মার্চ ২০২৪, ৯:০৪ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ঐতিহাসিক ৭ই মার্চ চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে এক ঘন্টা পার না হতেই ফুলের তোড়া ও ককশিট নষ্ট করে ফেলা হয়েছে। স্থানীয় টোকাই শ্রেনীর একদল শিশু ওইসব ফুলের তোড়া নিয়ে যায়, আবার অনেকে নষ্ট করে ফেলে।

সকাল সাড়ে ৮টা থেকে শুরু করে ৯টা পর্যন্ত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পর উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল, পৌরসভা, গোয়ালন্দ ঘাট থানা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ সহ বিভিন্ন সরকারি, বেসরকারী প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি ঐতিহাসিক ৭ই মার্চ চত্বরেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ফুলের তোড়ার স্তুপে পরিণত হয়। শ্রদ্ধা নিবেদন শেষে প্রায় ১০০ গজ দূরে উপজেলা কোর্ট মাঠ চত্বরে দিবসটি উদযাপনে অনুষ্ঠিত হয় সালাম প্রদর্শনী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সর্ম্পকৃত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী।

অনুষ্ঠান চলাকালে সাড়ে ১০টার দিকে একদল টোকাই শ্রেনীর শিশু বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ঐতিহাসিক ৭ই মার্চ চত্বরে শ্রদ্ধা নিবেদন করা বিভিন্ন ফুলের তোড়া হরিলুট করতে থাকে। শিশুদের মাঝে ফুলের তোড়া নিয়ে টানা হেঁচড়া শুরু হয়। এক পর্যায়ে সেখান থেকে অধিকাংশ তোড়া লুটের পর সব নষ্ট করে ফেলে। খবর পেয়ে সেখানে দেখা যায় এমন চিত্র। ছড়িয়ে ছিটিয়ে ভাঙ্গা টুকরো টুকরো বিভিন্ন স্থানে পড়ে আছে ককশিট। নষ্ট করে ফেলে ফুল যেখানে সেখানে পড়ে আছে।

পর মুহুর্তে সেখানে হাজির হান গোয়ালন্দ উপজেলা আনসার ও ভিডিপির দুই সদস্য। তারা এসে নষ্ট করে ফেলা ককশিটগুলো এক জায়গায় স্তুপ করে রাখেন। এসময় আনসার সদস্য মো. মাসুদ বলেন, খবর পাওয়ামাত্র এসে দেখি সব ফুল নষ্ট করে ফেলা হয়েছে এবং ককশিট লুট করা হয়েছে। দ্রুত এসেও কাউকে পেলাম না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের রেজুলেশনে শ্রদ্ধা নিবেদন শেষে ফুলগুলো সংরক্ষণের জন্য আনসার সদস্য উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়। আমরা শ্রদ্ধা নিবেদন শেষে মাঠে সালাম প্রদর্শনী অনুষ্ঠানে ব্যস্ত থাকা অবস্থায় জানতে পারি টোকাই শ্রেনীর শিশুরা এমনটি করছে। তাৎক্ষনিক আনসার সদস্যদের পাঠাই। বিষয়টি খুবই দুঃখজনক।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ