মাহবুব পিয়াল, ফরিদপুরঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০০৭-০৮ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২২মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্টিত হয়।
ইফতার পুর্ব আলোচনা সভায় উপস্থিত সবার স্ট্রাগলিং লাইফের ছোট ছোট স্মৃতি তুলে ধরেন। এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বিএসসি, এমএসসি ইঞ্জিনিয়ারিং কম্পলিট করাটা কতটা কষ্টসাধ্য ছিলো সেই বিষয় গুলো নিয়েও আলোচনা করেছেন অনেকে। ইঞ্জিনিয়ারিং এর বেইজ হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হায়ার এডুকেশনের মাধ্যমে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার গল্প করেছেন অনেকে।
জবলেস বন্ধুদের জবের ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন দূর্ঘটনায় মৃত বন্ধুদের পরিবারকে সহোযোগিতার বিষয় গুলোও উঠে এসেছে আলোচনায়। বাংলাদেশের দেশি বিদেশি বিভিন্ন কোম্পানি তে কর্মরত ইঞ্জিনিয়ার গণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।