ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলার সকল সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার প্রায় দুই’শ সাংবাদিক অংশ গ্রহণ করেন।
এ উপলক্ষে রোববার (১৭ মার্চ) বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের আয়োজনে পৌরসভার কমিউনিটি সেন্টারে এই আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি কাজী ইরাদত আলী।
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মো. জহুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী পৌরসভার মেয়র মো. আলমগীর শেখ তিতু।
আরো বক্তৃতা করেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম রফিক উদ্দিন ও আবু মুসা বিশ্বাস। সভার সঞ্চালনায় ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন। পরে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে শেষে সকল সাংবাদিকরা একত্রিত হয়ে ইফতারে অংশ গ্রহণ করেন। ইফতার শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেঁক কাটা হয়। সাংবাদিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কাটেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।