নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার আলোচনা সভা, পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে সকাল ৯টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, গোয়ালন্দ ঘাট থানা, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। সহকারী শিক্ষক নাসরীন আক্তার ইতি ও রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসীম তারান্নুম হক প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিশু শিক্ষার্থী নিঝুম আক্তার সঙ্গীত এবং অর্ক সাহা কবিতা আবৃত্তি করে। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজীয়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এছাড়া রোববার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ গোয়ালন্দ উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আ.লীগ কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন।