সাজ্জাদ হেসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত “জয় বাংলা” ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। দলগুলো যথাক্রমে গোয়ালন্দ পৌরসভা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোয়ালন্দ ঘাট থানা।
উল্লেখ্য, সরকারি দপ্তরের ৩২দলের অংশগ্রহণে চলতি মাসের ৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন। কোয়ার্টার ফাইনাল খেলায় গোয়ালন্দ পৌরসভা ২-০ সেটে উপজেলা কৃষি অফিসকে, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ২-০ সেটে উপজেলা বিআরডিবি অফিসকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২-০ সেটে উপজেলা পানি উন্নয়ন বোর্ডকে, গোয়ালন্দ ঘাট থানা ২-০ সেটে উপজেলা পরিষদকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
কোয়ার্টার ফাইনালের ৪র্থ খেলায় উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ প্রমুখ।
ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ৩২ দলের অংশগ্রহণে টুর্নামেন্ট নক আউট পদ্ধতিতে শুরু হয়। তিন রাউন্ড অতিক্রম করে যারা ভালো খেলেছে তারা সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। যে দলগুলো সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য অভিনন্দন। পরবর্তী রাউন্ডে যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের জন্য শুভ কামনা। সরকারি অফিসের সব দপ্তরের অংশগ্রহণে টুর্নামেন্টের আয়োজন করেছি। পর্যায়ক্রমে উপজেলা ভিত্তিক সব ধরণের খেলার আয়োজন করা হবে। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, ফাইনাল খেলায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর উপস্থিত থাকার কথা রয়েছে।