নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ নির্বাচনের আগের রাতে ভোট কেন্দ্র’ পাহারায় থাকা রাজবাড়ী জেলার আলোচিত গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে হত্যা কান্ডের রহস্য উদঘাটন ও জরিত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে জাতীয় নির্বাচনের আগের দিন ভোট কেন্দ্রর পাহারার দায়িত্বে ছিল। রাত ৩ টার দিকে একটা ইজি বাইকে তিন চোর ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি দেখে ফেলায় তারা গলায় গামছা পেচিয়ে রনজিৎ হত্যা করে। হত্যাকান্ডে জরিত থাকায় আসামী মুক্তার হোসেন’কে পুলিশ গ্রেফতার করেছে। একই সাথে চুরি যাওয়া ছাগল ও ইজিবাইকও আটক করেছে পুলিশ।
গত ৫ জানুয়ারী বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি গ্রামের শিবেন্দ্রনাথ দের ছেলে গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে (৪৫) বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পাহাড়া দেওয়ার সময় দুবৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
পরদিন ৬ জানুয়ারী স্কুলের পাশে মেহগনি বাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে’র স্ত্রী রিতা দে বাদী হয়ে গত ৮ জানুয়ারী অজ্ঞাতনামা আসামী করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।