সাজ্জাদ হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিদের অংশগ্রহণে “জয় বাংলা” ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ৩২টি দল দুগ্রুপে বিভক্ত হয়ে নক আউট পদ্ধতিতে অংশ নিচ্ছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয় চত্বর মাঠে এ খেলা শুরু হয়। টুর্নামেন্টের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, গোয়ালন্দ।
উদ্বোধনী খেলায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এর সঞ্চালনায় ইউএনও ও ক্রীড়া সংস্থার সভাপতি জ্যোতি বিকা চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল।
উদ্বোধনী খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদ ২-১ সেটে পল্লী বিদ্যুৎ সমিতি, গোয়ালন্দ দলকে পরাজিত করে এবং ২য় খেলায় গোয়ালন্দ পৌরসভা ২-০ সেটে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ দলকে, ৩য় খেলায় গোয়ালন্দ ঘাট থানা ২-০ সেটে ইসলামি ফাউন্ডেশন দলকে, ৪র্থ খেলায় কৃষি অফিস ২-০ সেটে যুব উন্নয়ন অফিসকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। পরবর্তী খেলা আগামী ১২ ফেব্রুয়ারি সোমবার থেকে যথারীতি চলবে।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, মাহফুজুর রহমান, সাজ্জাদ হোসেন, সদস্য গোলাম মোস্তফা সোহাগ, মাসুদ মিয়া, মোয়াজ্জেম হোসেন, রিয়াজ শেখ। ধারা বিবরণীতে ছিলেন শফিক মন্ডল।
উদ্বোধনী খেলায় চমৎকার খেলা প্রদর্শন করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোয়ালন্দ উপজেলা পরিষদ দলের অধিনায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ।