মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র হিসেবে সরকারি বরাদ্দকৃত কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাট সংলগ্ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ১০০’শ প্রতিবন্ধীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুহুল আমি, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রতন শেখ, সাধারণ সম্পাদক মুন্নাফ শেখ প্রমুখ।