মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা কারাগারের এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই আসামির নাম শহিদুল বিশ্বাস (৪৩)। তিনি জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, শহিদুল বিশ্বাস চেক জালিয়াতির মামলার আসামি ছিলেন।আজ ভোরে তিনি মঙ্গলবার হঠাৎ অসুস্থ হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভর্তির আধা ঘন্টা পর তার মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে জেলা কারাগার থেকে একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।