মইনুল হক, রাজবাড়ীঃ ঘন কুয়াশার পদ্মা নদীর রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ৯টি যানবাহন নিয়ে নোঙর করা ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ডুবে গেছে। আজ বুধবার সকাল সোয়া ৮ টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদুরে নোঙর করে রাখা ফেরিটি ডুবে যায়। ফেরিতে থাকা অধিকাংশ পণ্যবাহী যানবাহনের চালক ও সহকারী নদীতে লাফ দিয়ে সাঁতরে নদীর তীরে উঠে। আবার অনেককে স্থানীয় লোকজন ইঞ্জিন চালিত ট্রলার করে ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে। তবে এ দুর্ঘটনায় ফেরির দ্বিতীয় ইঞ্জিন চালক হুমায়ুন কবির নিখোঁজ রয়েছেন। বুধবার রাত ৮টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
ফেরিতে থাকা চুয়াডাঙ্গা থেকে আসা পণ্য বোঝাই ট্রাকের মালিক নাজমুল হোসাইন (৩৩) বলেন, সকাল সাড়ে ৬টার পর নোঙর করা ফেরির পেছন দিয়ে পানি উঠতে থাকলে আমরা ফেরির লোকজনের ডেকে বলি। তারা বিষয়টি তোয়াক্কা করেনি। তারা ইচ্ছা করলে ফেরিটি দ্রুত স্টার্ট করে তীরে যেতে পারতো।
তিনি আরও বলেন, কয়েকজন চালক ট্রাকের মধ্যে ঘুমিয়ে ছিলো তারা উঠতে পারছেকিনা বলতে পারছিনা। তবে ফেরিতে কোন কিছু ধাক্কা দেয়নি। তলা ফেটেই ফেরিটি ডুবে যায়।
ফরিদপুর অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, আজ বুধবার সকাল ৮টার দিকে ৯টি ট্রাক নিয়ে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটের অদুরে সকাল সাড়ে ৭টার দিকে নোঙর করা রজনীগন্ধা ফেরিটির তলা ফেটে ডুবে যায়। পরে ফেরিতে থাকা ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ফেরিটি অনেক পুরাতন এবং অভার লোড থাকায় দূর্ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ সাংবাদিকদের বলেন, ঘন কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার রাত ১ টার দিকে রজনীগন্ধা ফেরিটি ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে আসলে পাটুরিয়া ৫নম্বর ফেরি ঘাটের অদূর ফেরিটি নোঙ্গর করে রাখে। পরে সকাল সাড়ে ৭টার দিকে একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে সকাল ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে ফেরিটি ডুবে যায়। পরে আমরা ফেরির স্টাফ ও ট্রাক চালকদের ট্রালারের মাধ্যমে উদ্ধার করি এবং আমাদের দ্বিতীয় যন্ত্র চালক হুমায়ুন কবির নিখোঁজ রয়েছে । এ ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শুরু হবে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা বলেন, ফেরিডুবির ঘটনায় ১০ জন উদ্ধার হয়েছেন। এর মধ্যে কয়েকজন সাঁতরে কূলে আসেন। আর বাকিদেরকে ফায়ার সার্ভিসের সদ্যরা উদ্ধার করেছে। এছাড়া বিআইডব্লিউটিসিও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করেছে।