মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া দরবার শরীফের বার্ষিক ওরস সম্পন্ন হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকালে শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপূরী নক্শবন্দী মোজাদ্দেদী (রহ:) এর রওজা মোবারক জেয়ারতের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন গদিনশিন পীর শাহ সুফী সৈয়দ কামরুজ্জামান আল ওয়াসী। দেশ বিদেশের অগণিত আশেকান-জাকেরান ও ভক্তগণ এতে অংশ নেন। আগের দিন মঙ্গলবার (২ জানুয়ারী) বাদ জোহর ওরস শরীফের কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, জেকের আসকার, শরিয়ত ও তরিকত সমন্ধে ওয়াজ নসিয়ত করা হয়। পরবর্তীতে বুধবার সকালে শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপূরী নক্শবন্দী মোজাদ্দেদী (রহ:) এর রওজা মোবারক জেয়ারতের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চন্দ্রপাড়া দরবার শরীফের বার্ষিক ওরস সম্পন্ন হয়।