Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. শিক্ষা

গোয়ালন্দে বই উৎসবের দিনে স্কুলে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন

রাজবাড়ী মেইল ডেস্ক
২ জানুয়ারি ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ

Link Copied!

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগে শহীদ মিনার ছিলনা। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারত না বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার ভাষার মাস ফেব্রুয়ারি আসার আগেই বিদ্যালয় চত্বরে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার।

গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী ও পদ্মা পোল্ট্রি এন্ড হ্যাচারীজ এর স্বত্বাধিকারী শেখ নজরুল ইসলাম এর ব্যাক্তিগত উদ্যোগে স্কুলে নির্মিত হয় শহীদ মিনার।

সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে নতুন বছরের প্রথম দিনে বই উৎসবের মধ্যে দিয়ে জাতীয় সংগীতের মাধ্যমে এ শহীদ মিনার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র ও পদ্মা পোল্ট্রি এন্ড হ্যাচারীজ এর স্বত্বাধিকারী শেখ নজরুল ইসলাম।

জানা যায়, এ বিদ্যালয়ে কোনো শহীদ মিনার না থাকায় আন্তর্জাতিক মাতৃভাষা, জাতীয় শহীদ দিবসসহ বিভিন্ন দিবসে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা প্রতিষ্ঠান অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করত। বিষয়টি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী ও শেখ নজরুলের সাথে আলাপ করলে তারা শহীদ মিনারটি নির্মাণ করে দেবার প্রতিশ্রতি দেন। সেই আলোকে শহীদ মিনার তৈরি করে আজ উদ্বোধন করা হয়। এখন থেকে বিদ্যালয়ের নিজস্ব শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে শিক্ষার্থীরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসমিন আক্তার, ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পাপ্পু মৃধাসহ বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোস্তফা মুন্সী বলেন, বিভিন্ন জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি কোমলমতি শিশুরা যাতে শ্রদ্ধা জানাতে পারে এবং দিবসগুলোর তাৎপর্য উপলব্ধি করতে পারে, সে জন্য শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তা বাস্তবায়ন করা হয়েছে। আগে বিদ্যালয়ে কোনো শহীদ মিনার ছিল না। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারত না বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ে শহীদ মিনার হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা খুশি হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় চাইল্ড ক্লাবের নির্বাচনে বিজয় চেয়ারম্যান, সানজিদা সেক্রেটারি নির্বাচিত

গোয়ালন্দে নবাগত ইউএনও নাহিদুর রহমানের যোগদান

গোয়ালন্দে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পদ্মা নদীতে ফেলা হাজারি বরশিতে পাওয়া এক বোয়াল বিক্রি হলো অর্ধলক্ষ টাকায়

রাজবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীতে জেঁকে বসেছে শীত, রাতে পৌছে দেওয়া হচ্ছে শীতবস্ত্র কম্বল

দৌলতদিয়ায় অল্পতে রক্ষা পেল কার্ভাডভ্যান, ১০ ঘন্টা পর ৭নম্বর ফেরি ঘাট চালু

বালিয়াকান্দিঃ ঝগড়ার প্রতিশোধ নিতে গৃহবধুকে হত্যা করেন বলে আদালতে স্বীকারোক্তি

পদ্মা নদী হতে ৭ ব্যারেল চোরাই ডিজেল উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ

দৌলতদিয়া আবাসিক বোডিংয়ে পাওয়া গেলো যুবকের অর্ধ গলিত লাশ

শোক সংবাদ, বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমানের মৃত্যু