Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ভিন্ন স্বাদের খবর
  5. শিক্ষা

দৌলতদিয়ায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে চাইল্ড ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় চাইল্ড ক্লাবের আয়োজনে মুক্তি মহিলা সমিতি (এমএমএস) ও মুসলিম চ্যারেটি (ইউকে) এর আর্থিক সহযোগিতায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে চাইল্ড ক্লাবের শিশুদের নির্বাচন অনুষ্ঠিত হয়। দৌলতদিয়া যৌনপল্লী ও পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের সমন্বয়ে গঠিত ‘চাইল্ড ক্লাবের’ নেতৃত্ব নির্বাচনের জন্য বরাবরের মতো এবারও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬৫০ জন শিশু গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

চাইল্ড ক্লাব সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সাল হতে দৌলতদিয়া যৌনপল্লী ও এর পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষমতায়নের মাধ্যমে অধিকার নিশ্চিত করা এবং তাদের সুষ্ঠু বিকাশের লক্ষ্য চাইল্ড ক্লাব নানামুখী কাজ করছে। যৌনপল্লীর নারী ও শিশুদের জন্য কাজ করা সংগঠন মুক্তি মহিলা সমিতি ‘চাইল্ড ক্লাবের’ এ কাজে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে।

নির্বাচনে তফসিল ঘোষণা হতে ভোটগ্রহণ পর্যন্ত সব ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়। নির্বাচনে চেয়ারম্যান- সেক্রেটারিসহ মোট ৯টি পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করে।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। পরে সবাই একসঙ্গে মিলে দুপুরের খাবার গ্রহণ করে। নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও যার যার মতো প্রচার-প্রচারণা চালালেও সেটা ছিল পুরোপুরি উৎসবের মেজাজে। বিকেলে ভোট গননা শেষে সন্ধ্যার আগেই ফলাফল ঘোষনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন,দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, কোঅর্ডিনেটর আখি আক্তার সহ জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্কুল শিক্ষক, নারী প্রতিনিধি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইল্ড ক্লাবের ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার এবং সঞ্চালনা করেন মুক্তি মহিলা সমিতির ফিল্ড ফ্যাসিলিটেটর নুরুজ্জামান মিয়া।

চেয়ারম্যান প্রার্থী জয় বলেন, আমি নির্বাচিত হয়ে চাইল্ড ক্লাবের শিশুদের স্কুলে যাতে পড়াশোনা করতে আমি সেইদিকে খেয়াল রাখবে। কোনো শিশু যেন ঝড়ে না পরে আমি সেই বিষয়ে পদক্ষেপ নিব।

ভাইস চেয়ারম্যান বর্ষা আক্তার বলেন, চাইল্ড ক্লাবের কেউ যেন বাল্যবিবাহের শিকার না হয় এজন্য সরকারি দপ্তরে সাথে সহযোগিতায় কাজ করবো।শিশুদের নিরাপদ রাখতে আমরা সাবাই একত্র হয়ে পদক্ষেপ নিব।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী তার প্রতিক্রিয়ায় বলেন, এখানে এসে আমি অভিভূত। শিশুদের নেতৃত্ব বিকাশ ও গণতন্ত্রের চর্চার জন্য এ নির্বাচন তাদের ভবিষ্যৎ পাথেয় হয়ে থাকবে। এত সুন্দর আয়োজনের জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেইসঙ্গে এখানে এসে যে বৈষম্য ও শোষণের কথা শুনলাম- সেটা দূর করতে সবাইকে সঙ্গে নিয়ে সর্বাত্মক চেষ্টা চালাব।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ