ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে মীর মোশাররফ হোসেন রচিত কালজয়ী চিরায়ত বাংলা নাটক জমিদার দর্পন নাটক মঞ্চস্থ্য হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায়, ফকির জাহিদুল ইসলাম রুমনের নির্দেশনায় রাজবাড়ী শিল্পকলা একাডেমির মিলনায়তনে জমিদার দর্পন নাটকটি মঞ্চস্থ্য হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, রাজবাড়ী জেলা প্রশাসনের সহযেগীতায় ও রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ নাটকটিতে স্থানীয় শিল্পিরা অভিনয় করেন।
জমিদার দর্পন নাটকটি এটি সত্য ঘটনা অবলম্বনে একটি কালজয়ী নাটক। এ নাটিেটতে অত্যাচারী ও চরিত্রহীনা জমিদার প্রথা, সমাজ ব্যবস্থা, জমিদার কতৃক প্রজার প্রতি নানা রকম অন্যায়, শোষন ও জুলুমের চিত্রফুটে উঠেছে। জমিদার শ্রেনী দ্বারা সাধারন প্রজা ও নারীদের উপর শোষন ও নির্যাতনের বস্তুনিষ্ঠ ধারাভাষ্য ও বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে জমিদার দর্পন নাটকটিতে।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তি রুপা রায়, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক অসিম কুমার পাল প্রমূখ।
জমিদার দর্পন নাটকটি দেখতে রাজবাড়ী ও ফরিদপুরের থেকে আগত দর্শকরা উপভোগ করেন। নাটকটি দীর্ঘ দেড় মাস সময় নিয়ে মহড়া করা হয়। এতে স্থানীয় শিল্পিরা অভিনয় করেন। নাটকটির মঞ্চায়নে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্যদল ও রাজবাড়ী থিয়েটার সহ আটটি দল অংশ নেয়।