নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় মাদক বিরোধী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
যৌনকর্মীদের অংশগ্রহণে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যাবস্থাপক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মশালায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও মো. শরিফুল ইসলাম।
এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারি পরিচালক ডাঃ মাহজাবিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস, মুক্তি মহিলা সমিতির কর্মসূচি পরিচালক আতাউর রহমান মঞ্জু, পায়াক্ট বাংলাদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার (শিক্ষা) শেখ রাজীবসহ আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট ইমান হোসাইন, ফিল্ড অ্যানিমেটর মো. শরিফ হোসাইন, প্যারামেডিক মো. সাব্বির, হারুন অর রশীদ, বেদেনা আক্তার, খাদিজা খাতুন।
মাদক বিরোধী সচেতনতামূলক কর্মশালাটি সঞ্চালনা করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড অ্যানিমেটর মো. সাজ্জাদ হোসেন। দুপুরে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়।