মাহবুব পিয়াল, ফরিদপুরঃ বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব ফরিদপুর জেলা শাখার আয়োজনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্য বৃন্দ দের নিয়ে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় শহরের পরিচর্যা হসপিটালের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নাটাব ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ নাজমুল হাসান লোচন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান। এ অধ্যাপক এম এ সামাদ, ডাঃ এম এ জলিল, প্রফেসর আবদুল হামিদ মোল্লা, প্রফেসর মোঃ সিরাজুল ইসলাম, প্রচার প্রশান্ত কুমার বিশ্বাস, প্রফেসর এবিএম আব্দুল বাতেন মিয়া, প্রফেসর তারিক হোসেন খান, প্রফেসর মোঃ বিল্লাল হোসেন, প্রফেসর কাজী সোহরাহাব উদ্দিন, প্রফেসর মোঃ সিরাজুল ইসলাম, প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ, মফিজ ইমাম মিলন, ব্রাক কেন্দ্রীয় কার্যালয় সিনিয়র ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আজহারুল ইসলাম, মোজাফফর হোসেন, ডাক্তার এ কে সালাউদ্দিন আহমেদ দিলীপ সহ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান বলেন, ফুসফুসের যক্ষ্মার প্রধান লক্ষণ হল একনাগারে দুই সপ্তাহ বা তার অধিক সময়ে ধরে বেশি কাশি। এছাড়াও বিকেলের দিকে অল্প জ্বর এবং রাতে শরীর ঘেমে জ্বর ছেড়ে যাওয়া। খাবারে অরুচি, এবং ওজন কমে যাওয়া এবং শরীর দিন দিন দুর্বল হয়ে যাওয়া। বুকে অথবা পিঠের উপরের অংশে ব্যথা শ্বাসকষ্ট কখনো কখনো কাশির সাথে রক্ত যেতে পারে । এ লক্ষনগুলে দেখা দিলে কফ পরিক্ষা এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে।