নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনার টিভির ১৪ তম বছর পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বেলা ১২ টার সময় মোহনা টিভি দর্শক ফোরামের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি, মোহনা টিভি ও দৈনিক ভোরের পাতা গোয়ালন্দ প্রতিনিধি মো. আবুল হোসেনের সভাপতিত্বে গোয়ালন্দ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের রাজবাড়ী প্রতিনিধি মো. হেলাল মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক উত্তম কুমার ঘোষ, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর মো. নাসির উদ্দিন রনি, জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কার খান, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হোসেন প্রামানিক, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রথম আলো প্রতিনিধি রাশেদুল হক রায়হান, সাবেক সভাপতি ও দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি গণেশ পাল, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, সাবেক সাধারণ সম্পাদক ও দেশ টিভি দৈনিক জনকন্ঠ জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম শামীম, গোয়ালন্দ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সংবাদ এর গোয়ালন্দ প্রতিনিধি শেখ রাজিব, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উদায় দাস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, মোহনা টিভি বাংলাদেশ স্যাটেলাইট জগতে একটা গুরুত্বপূর্ণ অবস্থান সৃষ্টি করেছে। শুধুমাত্র সংবাদই নয় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তারা দর্শকদের নজর করতে সক্ষম হয়েছে। পাশাপাশি মানসম্মত অনুষ্ঠান তৈরি করতে এই চ্যানেলটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সর্বোপরি দেশের বিভিন্ন স্থানের খবর সহ তাদের অনুষ্ঠানের মান দর্শকদের নজর কারতে সক্ষম হয়েছে বক্তারা এই চ্যানেলের উত্তরোত্তর সফলতা কামনা করেন।