মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালীতে পুরাতন ‘ভাঙারি’ মোটরসাইকেল সড়কে এনে আগুন দিয়েছেন অবরোধকারীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার (১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালি উপজেলার চাঁদপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার বাকী বিল্লাহ্ বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি ভাঙ্গারি মোটরসাইকেল আগুনে জ্বলছে। পাশেই লাল স্কচটেপ দিয়ে পেঁচানো ককটেল সাদৃশ্য ৩-৪টি বস্তু পড়ে আছে। আমরা তাৎক্ষণিকভাবে পানি দিয়ে মোটরসাইকেলের আগুন নিভিয়ে ফেলি।
তিনি আরও বলেন, ভাঙ্গা মোটরসাইকেলটির নম্বর প্লেট নেই, হ্যান্ডেল ভাঙাচোড়া, তেলের ট্যাংকির ঢাকনা নেই, সিটগুলো ভাঙ্গাচোড়া, চাকাগুলোতে জং ধরা। দেখেই বোঝাই যাচ্ছে ভাঙা মোটরসাইকেল মাঠ দিয়ে ঠেলে নিয়ে আসা হয়েছে, তাতে ঘাস লেগে রয়েছে। গ্যারেজের সামনে পুরাতন যেসব মোটরসাইকেল রাখা থাকে, সেই ধরণের মোটরসাইকেল মহাসড়কের ওপর এনে আগুন দিয়েছেন অবরোধকারীরা।
এ বিষয়ে রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, চালকের কাছ থেকে মোটরসাইকেল কেড়ে এনে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। এ সময় তারা চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চারিদিকে আতঙ্ক সৃষ্টি করেছে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক বাদী হয়ে রাতেই ১০ জনের বিরুদ্ধে কালুখালী থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।