ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার (১ নভেম্বর) বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন শামীম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্যা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, নারী উদ্যোক্তা সেলিনা আক্তার, যুব উদ্যোক্তা আরিফুল ইসলাম মুন্নু প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে ঋনের টাকা চেক বিতরণ করা হয়। একই সাথে মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের আল আরাফা ঈদগা মাঠ উন্নয়নে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। ফাউন্ডেশনের সভাপতি মো. সেলিম মুন্সী অনুদানের টাকা ঈদগা মাঠ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াসের হাতে তুলে দেন।