নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় আটক ৫ জন জেলেকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত এবং ২৪ কেজি ইলিশ দুটি এতিম খানায় বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত পদ্মা নদীর ধাওয়াপাড়া ঘাট থেকে অন্তার মোড় পর্যন্ত মোবাইল কোর্ট ও জেলা মৎস্য অধিদপ্তরের অভিযান পরিচালনা করে এসব জেলেদের আটক ও কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম বাবু। এ সময় রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবসহ জেলা পুলিশের একটি দল অভিযানে অংশ নেন।
উল্লেখ্য যে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (১২ অক্টোবর থেকে ২ নভেম্বর) পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ বাস্তবায়নে রাজবাড়ীর পদ্মা নদীতে প্রতিনিয়তই রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের সমন্বয়ে গঠিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি’ এ অভিযান পরিচালনা করে আসছে।