নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী, বানিবহ, ধুঞ্চি সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য, সাবেক সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
শনিবার সন্ধ্যার পর থেকে রাত বারোটা পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজার বিভিন্ন সাজে সজ্জিত মন্ডপগুলো ঘুরে দেখেন তিনি। বানিবহ ইউনিয়নের বানিবহ পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গামন্দির, ইউনিয়ন পরিষদ দুর্গামন্দির, বাজার মন্দির, চাঁদপুর সার্বজনীন দুর্গা মন্দির, মাতৃমন্দির, ধুঞ্চি সার্বজনীন দুর্গা মন্দির সহ বেশ কিছু পূজা মন্ডপ ঘুরে দেখেন।
এ সময় মন্ডপে মন্ডপে বিভিন্ন আঙ্গিকে সজ্জিত প্রতিমার পাশাপাশি নৃত্য পরিবেশন দেখেন। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আবুল কালাম আজাদ, বানিবহ ইউনিয়নের চেয়ারম্যান শেফালী খাতুন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদস্য ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, জেলা ছাত্রলীগ সাদারন সম্পাদক জাহিদুল ইসলাম প্রমূখ।