নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর দিন গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি কাজী ইরাদত আলীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় মন্দির কতৃপক্ষ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে উপজেলা পুজা উদযাপন পর্ষদ ও পৌর পূজা উদযান পর্ষদের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন। মন্দির কর্তৃপক্ষের পক্ষ হতে তাদেরকে স্বাগত জানানো হয়।
রোববার বিকেল ৫টার পর হতে গভীর রাত পর্যন্ত আওযামী লীগের নেতৃবৃন্দ পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় কাজী ইরাদত আলীর সঙ্গে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা আ.লীগের সদস্য আব্দুস সালাম মন্ডল, গোয়ালন্দ পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা আ.লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, সহসভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্যা, ফকীর আমজাদ হোসেন, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ রেজা, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বতেন, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়াসহ জেলা ও উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আ.লীগের প্রবীন নেতা কাজী ইরাদত আলী সর্বপ্রথম গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বালক সমিতি মন্দিরের নির্মিত পূজা মন্ডপ পরিদর্শন করেন। এরপর গোয়ালন্দ বাজার সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, মঠমন্দির পূজা মন্ডপ, উজানচর ইউনিয়নের কুণ্ড বাড়ি পূজা মণ্ডব সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় কাজী ইরাদত আলী প্রত্যেক পূজা মন্ডপে তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। একই সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী এবং পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডলও নিজ নিজ ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।