
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দির জামালপুরে আওয়ামীলীগের কর্মীসভা ও উপকারভোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জামাপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জামালপুর কলেজ মাঠ প্রাঙ্গনে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান বিশ্বাসের সভাপতিত্বে কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী -২ আসনের গন মানুষের নেতা সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম এমপি।
বক্তৃতায় জিল্লুল হাকিম বলেন, বিএনপি খালি হুমকি দেয়। এর আগে বলেছিলো ১০ তারিখে পর নাকি খালেদা জিয়ার নামে দেশ চলবে।এখন কি খালেদা জিয়ার নামে দেশ চলছে। পুলিশের মার খেয়ে ঘরের মধ্যে৷ পোতায় গেছে। যতই হুমকি ধমকি দেন না কেন কোন লাভ নেই। আগামী নির্বাচন যথা সময়ে শেখ হাসিনার তত্বাবধানেই হব। সে নির্বাচনে আওয়ামীলীগ সরকার গঠন করবে।
কর্মি ও উপকারভোগী সমাবেশে বলে শেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ,বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু প্রমূখ।