• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২০ অক্টোবর, ২০২৩

ফিলিস্তিনির গাজায় ইসরায়েলের হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোয়ালন্দে প্রতিবাদ ও বিক্ষোভ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ফিলিস্তিনির গাজায় ইসলায়েলের নির্বিচারে বিমান হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটি ও তৌহিদি জনতার ব্যানারে এই প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

উপজেলা ইমাম কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম এর সভাপতিত্বে গোয়ালন্দ বাজার শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী, গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ এর ইমাম মুফতি আজম আহমেদ, নিজামিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম, মা খাদিজা দশ গম্বুজ মসজিদ এর ইমাম মাওলানা এহতেশামুল হক আব্বাসী, গোয়ালন্দ বাজার বড় মসজিদ এর ইমাম হাফেজ আবু সাঈদ প্রমূখ।

সমাবেশে বক্তারা ইসরায়েলের এমন বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকল ধরনের প্রসাধনী সামগ্রী, কোমল পানীয় সহ সকল পণ্য বয়কটের সিদ্ধান্ত নেন। ইসরায়েলের সকল ধরনের পণ্য ব্যবহার, পান থেকে বিরত থাকতে অনুরোধ জানান। সাথে সরকারের কাছে ফিলিস্তিনি সরকার ও মুসলিমদের রক্ষায় বাংলাদেশ থেকে সেনাবাহিনীর সদস্য সহ মুজাহিদদের পাঠানোর প্রস্তাব রাখেন।

আনসার ক্লাব থেকে বিক্ষোভ সহকারে মিছিল বের করে গোয়ালন্দ বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে পদ্মার মোড় দিয়ে প্রায় তিন কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আনসার ক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবুল হোসাইন এর মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর